Magazine of Bengali Literature
পথে ঘাটে মাস্ক এঁটে লোক ঘোরে
দেখি একি দৃশ্য!
শহরেতে লোক কম ভয়ে আজ কাঁপছে|
আতঙ্ক দ্রতবেগে ঘাড়ে এসে চাপছে|
সৃষ্টি দাতা রাজগৃহে বন্দি,
বিজ্ঞান একা লড়ছে|
বিশ্বে আজ মহামারী,
শুধু মৃত্যুর গন্ধ ভাসছে|
***************************