~~~~~~~~~~~~~~~
কাঠের পুতুল মনে করে
যা খুশি বলতে পারিস,
যখন যেমন পছন্দ তোর
তেমন করেই খোদাই করিস।
জড় বস্তু হয় যদিও
তৈরি শুকনো কাঠে,
অপ্রয়োজনে ছুড়ে ফেলিস
নদী কিংবা মাঠে।
তোর পছন্দের পোশাক পরে
নাচি কোনো নাট্যশালে
সুতো কিন্তু তোর হাতে রয়
শরীর দোলে তোর খেয়ালে।
হাততালিও তোর প্রাপ্য
তাতে আমার যায় আসে না,
সারাজীবন বন্দী থাকি
ভালো আমায় কেউ বাসে না।।
***********