Spread the love

কবিতা : তুমি বলে দাও তারে 
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  
*কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান*
                   || চট্টগ্রাম„ বাংলাদেশ  ।।
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
উচাটন স্মৃতির মেদুরতা ভেঙ্গে
দেখি ! এসেই গেছো তুমি আজ,
সবুজাভ রক্তিম কমনীয় ছাওয়ায়
তব নিসর্গ স্বর্গময় সাজ সাজ।
মোর টানটান পোড়া,শুষ্ক, রুষ্ট চৌচির ঠোঁটে
অবচেতনে, সযতনে আলতো করে বুলাও
তব কোমল, নির্মল ঈষদুষ্ণ গোলাপি ঠোঁট
তুমুল স্বান্ত্বনায় যেন প্রমাদ আর প্রবোধ   !
রুক্ষ্ণ প্রকৃতি অনেকদিন কথা বলেনি
রেখেছে মোর সাথে আড়ি,
ছিল তার অজস্র জটাধারী অভিমান
আর ছিল কত শত আহাজারি !
ওগো, তুমি বলে দাও তারে-
মোর ভালোবাসা নিত্য, অটুট, অফুরান
মোর প্রেমযমুনা এখনও স্নিগ্ধময় বহমান ।
কবি-প্রকৃতির মধুর বাসর
আবার যেন হয় শুরু,
হাতের কলমে তীব্র কাঁপন,
মনটা করে দুরু দুরু ।
মনোলোভা নিসর্গের পরতে পরতে
পরম চোষ্য অকল্মষ সুগভীর চুম্বনে –
সেঁকে তুলে আনি যত সুষমা, অমৃত নির্যাস,
কেঁপে কেঁপে উঠে ভূমি সমগ্র থেকে আকাশ।
ফুঁসে উঠুক মলয়,নেমে আসুক প্রলয়,
ধ্বসে যাক নিলয়, উবে যাক বলয় –
নিশ্চয় বিনিশ্চয় অত্যাশ্চর্য সর্বনাশ,
শেষ চুমুকে অত্রস্থ তৃপ্ত কবি কিংবদন্তি
সেটিই করে নুহাশ, যেটি হয় ইতিহাস ।।
******************************

One thought on “কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান : তুমি বলে দাও তারে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *