Spread the love
তোমাকে পাওয়ার আনন্দে

     কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান
        ।। চট্টগ্রাম ;; বাংলাদেশ ।।
                ✍️✍️✍️✍️✍️✍️
মনলোভা ভ্রমরের স্পর্শহীন চুমোয়
চুপসে উঠা অনামিকা থেকে –
রক্তিম ফল্গুধারায় জবজবে ক্লেদাক্ত শরীর,
যেন শীতের মরুময় রুক্ষতার পর
এলো বসন্তের রাজসিক আবাহন ।
হয়তো বিন্দু – বিসর্গ তোমাকে পাওয়ার
প্রবল এক দূর্বার অব্যক্ত আনন্দে-
স্তব্ধময় রাত,সকাল,দুপুর আর সন্ধ্যে।
অযুত ডানা ন্যানো সেকেন্ডে ঝাঁপটায়,
পেয়ালার উপর ছাওয়া ধুম কাপটায়,
আর থরে থরে অঙ্গার হয়ে কেঁপে উঠি
রঙ-রুপ-রস এর  অদ্ভুত জারণে,
অনাকাঙ্ক্ষিত এক অদৃশ্য ক্ষরণে ।
এমন অবগাহনে আপন মোহে ভেসে রই
পরম তৃপ্তি চরিতার্থে, অনুভব অভিলাষে।
এই অসহ্য আনন্দ কখনো কি পাবো
অহর্নিশি এই জগত-সংসার চষে ?
জলে! স্থলে!  অন্তরীক্ষে!
ফুলে! ফলে! বাতায়নে!
না-কি তোমার শুভ্র চিবুক তলে!
না হয়, তুমিই বলো মোরে, অকপটে
কিংবা, ইনিয়েবিনিয়ে..ছলেবলে.. কৌশলে ?
এমন অপার -আনন্দ যুঝে থাকুক
বাম অলিন্দের মৃদঙ্গে,
ছড়িয়ে দিক অনাবিল শিহরণ
মোর দ্যূতিময় সর্বাঙ্গে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *