• Fri. Aug 19th, 2022

কলঙ্ক প্রেমে – পবিত্র প্রসাদ গুহ

কলমে – পবিত্র প্রসাদ গুহ

গদ্যকবিতা – কলঙ্ক প্রেমে

◆◆◆

চাঁদের বুকের পাঁজরে পাঁজরে
খচিত আছে মিশরীয় প্রেম কথা
মাথায় মুকুট, বর্ম পড়া কাহিনীর ইতিকথা !
তারাদের সাথে কথা হয় আজ ও
ওরাও বলেছিল মিলে যেতে –
বলেছিল ভালোবাসার গহীনে মিশে যেতে ……
একাকার হয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়তে,
যেথায় পূর্ণতা পাবে ধরণীর ক্যানভাসে – মিশরীয় প্রেম কথা
কিন্তু হায় ! বিলীন সেই অনন্ত মিশরীয় প্রেম
চাঁদের কলঙ্ক হয়ে রয়ে গেল চাঁদের বুকে
অমাবস্যার রাতে জোনাকী তারার আলোয় পিরামিডের পরশে-
ঢাকা পড়ে আছে বেদনাতুর বুকের পাঁজর বিদীর্ণ –
অসীম আলোকবর্ষ গভীরতায় !
শুধু পূর্ণিমার আলোকিত জ্যোৎস্নায়
কলঙ্ক হয়ে উঠে আসে পিরামিডের দেওয়াল ভেঙে !
একটু প্রশ্বাসের তরে, মিঠেল হাওয়ার সোহাগ পেতে
পাছে ফিরে যেতে হয় পিরামিডের দেশে
মমির – ” কলঙ্ক প্রেমের ” আবেশে।

◆◆◆◆◆◆◆◆◆◆

Spread the Kabyapot
আপনার প্রদেয় বিজ্ঞাপনের অর্থে মুদ্রিত কাব্যপট পত্রিকা প্রকাশে সাহায্য করুন [email protected]