কবিতা : আমার’ই সকাল
কবি: সুতপা দাস
কবি: সুতপা দাস
কি ই বা দিতে পারি তোমায়
এক বুক নিঃস্বতা……….শুধু !!
তুমি বলবে……
.না হয় যত্নে রেখে নেব তাকে
কিছু চন্দন উল্কি এঁকে
পাশে রেখে বিস্তির্ন মরুবালি ধু ধু
কিই বা দিতে পারি তোমায়
অধরা মরিচীকার তিয়াসা….!!
তুমি বলবে…………জানবেনা কেউ
খুঁজে নেব মরিচীকাতেও প্লাবন ঢেউ
শুধু এটুক জেনো —
আমার মত তোমায় ভালবাসবেনা কেউ ৷
অধরা মরিচীকার তিয়াসা….!!
তুমি বলবে…………জানবেনা কেউ
খুঁজে নেব মরিচীকাতেও প্লাবন ঢেউ
শুধু এটুক জেনো —
আমার মত তোমায় ভালবাসবেনা কেউ ৷
কিই বা দিতে পারি তোমায়
বৃন্তচ্যূত ঝরা ফুল !!
কোন পুজার নৈবিদ্যে রবে
হে মোর দেবতা !
তুমি বলবে
পাপড়ি গুলো রেখে দেব সযতনে
আমার শৈল্প নৈপুন্যে , মেখে
পরাগ রেণু সুগন্ধ ভরে
আবক্ষ আঘ্রানে
শুনতে কি পাওনা
এ মন্দিরের ঘন্টাদ্ধনি
বিগ্রহ হীন দেবীর পুজার সনে !!
বৃন্তচ্যূত ঝরা ফুল !!
কোন পুজার নৈবিদ্যে রবে
হে মোর দেবতা !
তুমি বলবে
পাপড়ি গুলো রেখে দেব সযতনে
আমার শৈল্প নৈপুন্যে , মেখে
পরাগ রেণু সুগন্ধ ভরে
আবক্ষ আঘ্রানে
শুনতে কি পাওনা
এ মন্দিরের ঘন্টাদ্ধনি
বিগ্রহ হীন দেবীর পুজার সনে !!
কিই বা দিতে পারি তোমায়
দোহাই……বেছে নাও যোগ্য দোসর
তুমি বলবে
অন্তর প্রদীপখানি জ্বেলে
অপেক্ষার সবটুকু পরিসর মেলে
না হয়—
পথ চেয়ে রব অনন্তকাল….
জানি গো রাত্রি শেষে রইবে থেমে
একটুকড়ো শুধু আমারই সকাল ৷
******************************
সুতপা দাস, টাটা নগর, জামশেদ পুর
দোহাই……বেছে নাও যোগ্য দোসর
তুমি বলবে
অন্তর প্রদীপখানি জ্বেলে
অপেক্ষার সবটুকু পরিসর মেলে
না হয়—
পথ চেয়ে রব অনন্তকাল….
জানি গো রাত্রি শেষে রইবে থেমে
একটুকড়ো শুধু আমারই সকাল ৷
******************************
সুতপা দাস, টাটা নগর, জামশেদ পুর
buying cialis online forum Land, Andrea Eisen, Louis Fehrenbacher, William B