কবি শঙ্খ ঘোষ প্রয়ানে কলমে-তাপস কুমার বেরা , শ্রীবরা , পশ্চিম মেদিনীপুর
নিভে গেল সূর্য আকাশে | অদ্ভুত অন্ধকার চরাচর | এ তিমির ভেদী শঙ্খ কি আর বাজবে না ? জীবন দীপ জ্বেলে কে করবে তবে সন্ধ্যারতি ? এ ঘোর অমানিশা কেটে শঙ্খ বাদ্য সহকারে ভোরের আলো কি আর ফুটবে না ?