Spread the love

 

কবিতা : মুখোশ-
কবি : ফারুক বিন কফিল
জীবন-যৌবন,যশ-খ্যাতি,
যা-ছিলো অশেষ-
অর্থের লোভে পরে, আমরা
করিয়াছি সব  শেষ ।
সৃষ্টির সেরা মানুষ হয়ে
ভুলিয়া সে কথা-
ভেতরে করছি  লালন,
যতো অমানুষী প্রথা।
অর্থ লোভে সুদ-ঘুস,
দিবা-রাত্র চলে——-
লোভের চাদরে বিবেক ঢাকা
মানব সেবার ছলে ।
ন্যায়-নীতির দিয়ে বলি,
চলছি ভুল পথে-
ঝোপ বুঝে কোপ মারি,
চ’ড়ে ন্যায়ের রথে।
ভুলে গেছি আজ আমরা
মানবতা কারে কয়-
হিংস্বা-বিদ্বেষ, আর লোভে তাই,
জীবন করেছি ক্ষয়।
————————-
ফারুক বিন কফিল-
নাটোর / রাজশাহী / বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *