কবি প্রণাম
শ্রী বিশ্বনাথ সাহা
বর্ষে বর্ষে বর্ষ হয় ক্ষয়
তুমি কবি অক্ষয়।
তোমার জীবন তোমার বাণী
করেছে হৃদয় জয়।
আজ জীবনের সবস্থানে
কর্মে চিন্তায় ভাব-এ।
সর্বজনে স্বস্তি লভে
তোমারি প্রভাবে।
দুঃখে সুখে সহায়হীনে
সখা হয়ে পাশে।
ভাব-ভাবনায় ভাষা যোগাও
তুমি অনায়াসে।
সকাল সাঁঝে জীবন মাঝে
পরশ তোমার লাগে।
দুঃসময়ে সাথী তুমি
বাঁচার প্রয়াস জাগে।
কাব্য তোমার যত পড়ি
খুশির তুফান মনে।
গড়তে জীবন তোমার লেখা
পড়ে সর্বজনে।
তোমার পরশ জীবন সুধা
বিপদ যেথা হানে।
কাব্যে গানে বাঁচার রসদ
নিত্য যোগাও প্রাণে।
তুমি জীবনের কর্ণধার
করি প্রণাম বারবার।
©️২৫ বৈশাখ ১৪২৯