• Mon. Oct 3rd, 2022

কবি তপন কুমার তপু

ByKabyapot

Sep 29, 2019
Read Time:1 Minute, 37 Second

কবিতা: মানসী

কবি: তপন কুমার তপু


তোমার ওই চোখ যেন পৃথিবীর সবুজ সব পাতা,
সারাবেলা খসে খসে পড়ে ম্রিয়মান আলোর দ্যুতি,,
অমৃত সুধা যেন অমিয় সুন্দরতায় এ জীবনের প্রীতি।
প্রেম যেন প্রকৃতির সুন্দরে দিয়ে যায় প্রাণে প্রাণে শুধু চঞ্চলতা।।
#।                 #।                 #
সম্মুখে সবুজের গ্রাম পল্লবীত  প্রেমময় মুকুলের ছায়া,
হেঁটে চলে যাও মসৃণ পথে অনিশ্চিতের হাত ধরে,,
পাখিদের মত তুমি প্রেম নিয়ে উড়ে যাও দূরে বহুদূরে।
পড়ে থাকে পৃথিবীতে সেই সব পদচিহ্নের গ্রন্থিত মায়া।।
#।                 #।          ‌‌   #
প্রেমময় মানসীতুমি জানো কি চলেছো এখানে কোথায়,
পৃথিবীর পথ ধরে ক্লান্ত প্রেমের বর্ষণ টুপটাপ জল,,
অসীম শূন্যতাতে পড়ছে তো পড়ছেই প্রতিটি প্রাণে অবিরল।
মানুষের প্রেমময় প্রাণ পৃথিবীর পর হতে কোথায় সে যায়।।
#।                 #।                #
হায় ! হায়!!নিঃশব্দে তোমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় যায় কে জানে কোন সে শূন্যতায়,,
আমি শুধু বসে বসে নিঃস্ব প্রাণে ভাবি,বিদায় মানসী বিদায়।
হৃদয়ের শূন্যতাতে তবুও না ফেরার ভালবাসায় ঘর বাঁধি
ভুলে।।
#।                    #।              #

Spread the Kabyapot

Leave a Reply

Your email address will not be published.