Spread the love

কবি অংশু সাহারায় 
কবিতা : মুখ 
************
জীবন  খোলস ছাড়ে ,
শকুনিরা  ব্যাস্ত খোলস  সংগ্রহে  ;
জীবন  খোলস পরে ,
জলছবি  চাপা থাকে  দ্রোহে  বিদ্রোহে ;
রঙ  বদলে  খোলস  ,
জীবনে  মহান –  হৃদয়  বিমুখ  ;
খোলসের  অপর সত্তা  ,
মিছিলে  হৃদয় খোঁজে  খোঁজে  জীবনের মুখ  ।
*************

কবিতা : স্বর্ণ  স্বাক্ষর
*******************
অচল  পয়সার মতো  হঠাৎ  ফিরে পাওয়া
তামাদি  সম্পর্ক —
বিবর্ণতায়  ম্লান , দুর্লভ    নিভৃত  চয়ন   ,
থাকে  না কোন  শর্ত  ;
আবেগের বিদ্যুৎ  চমকে  বয়ঃসন্ধির প্রগলভতা , 
খণ্ড  খণ্ড সময়  ,
দিগন্তে  সিন্দুরে মেঘ  –  ছাঁচ ভাঙা  বিমূর্ত   ভয়  ,
আশান্ত  হৃদয়  ;
স্মৃতি  বিস্মৃতির পৃথিবী  অতীত পরম্পরায় 
স্ফূট  অ-স্ফূট স্বর ,  
সব লীন  থাকে —  সময়ের  তানে জীবনের  মানে 
হারানো  স্বর্ণ স্বাক্ষর  । 
******************

কবিতা : পরিবর্তন 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রপিতামহদের  তুমি আর  মনে  রেখো না  ,
মনে  রেখো শুধু   আমদের  ,
আমরাই  তোমার আত্মার  স্বজন  ।
রক্তের  রঙ তো  সবাই  জানে , 
ক’জনা আর  দেখে বলো  বর্ণের  ক্রোমোজোম ; 
অথবা  জানতে চায়  আছে  কিনা  ,
ডি  এন এ  ,  আর এন  এ  র খানদানি বন্ধন । 
মন্দির  গায়ে বরাবরই লেখা  থাকে  অন্য ইতিহাস  ;
তবুও  সবাই মূর্তিরই  পুজো  করে ; 
সম্পর্ক  পড়ে না  এখন  ঐতিহ্যের দেওয়াল  লিখন  ,
সম্পর্ক  এখন রঙের  অভিসারে  ;
ভালোবাসা নয়  জীবনে অস্তিত্বের  আত্মীকরণ ;
ভালোবাসা  বেঁচে শুধুই  ইস্তেহারে  । 
———————————————–

কবিতা : আমানত 
****************
ভাবনায়  গড়াতে গড়াতে  ধূসর  আগাছাও
একদিন  আড়ে বহরে মহীরুহ  হয়ে  যায়  ।
সুশ্রুতকে  উপড়াতে উপড়াতে  আমার  ঘরও
একদিন বিষবৃক্ষের  রক্তে  ভরে যায়  ।  ভাবনাগুলো  ভাসতে ভাসতে  সাদা  পায়রাও
একদিন  ঋণশোধ করতে  চায়  – পিকাসোর  কাছে  ,
ধারনার  নিরেট ভাবনায়  মৃত  কূলদেবতাও
একদিন  আমানত হয়ে  যায়  – মন্থরার  প্যাঁচে  ।  
********************

কবিতা : দ্রোহকাল
*******************
প্যালেটে   আমার কুলদেবতার  মুখ  ফুটে উঠলেই 
আমি  তুলে নিই  রঙের  সুদর্শন চক্র  ।
ধ্বংস  আমাকে মুক্তির  পথ  দেখাবে
এই  বিশ্বাসে আমি  গুনে  যাই  রক্তাত্ত  লাশ  ,
রক্তাত্ত  লাশ আমাকে মোক্ষলাভের  পথে  নিয়ে যাবে 
এই  আশ্বাসে আমি  আজ  প্রভুর দাস   ।
আমার  ক্যানভাসে মূর্ত  হয়  সৃজন সভ্যতা  ,
আমার  আকাশে বিরাজ  করে  আমার দেবতা  । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *