জীবন
☀️হীমাদ্রী চ্যাটার্জি☀️
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
চোরের সাথে বাসা বেঁধে
অপরকে আজ সাজাও দোষী
আমরা সবাই সাধু সেজে
নিচু তলার মজা দেখি ।
চোরের সাথে বাসা বেঁধে
অপরকে আজ সাজাও দোষী
আমরা সবাই সাধু সেজে
নিচু তলার মজা দেখি ।
চাক চিক্কে ভরা আছে
জামা কাপড় ব্যাগের মাঝে ।
ভাবছি নামে গগণ কাঁপে
খুশির জোয়ার দিনে রাতে ।
জামা কাপড় ব্যাগের মাঝে ।
ভাবছি নামে গগণ কাঁপে
খুশির জোয়ার দিনে রাতে ।
মানুষ কে আজ ঠকায় মানুষ
সর্বস্বান্ত সরল মানুষ ।
ঠগ বিদ্যার রেশে আজি
পড়ছে ধরা মুখোশ ধারি ।
সর্বস্বান্ত সরল মানুষ ।
ঠগ বিদ্যার রেশে আজি
পড়ছে ধরা মুখোশ ধারি ।
শোযণ করে শাসন করে
জালিয়াতি নির্বিবাদে ।
সমাজ সেবক বলছো কারে
ওরাই ভাঙে সমাজ টারে।
জালিয়াতি নির্বিবাদে ।
সমাজ সেবক বলছো কারে
ওরাই ভাঙে সমাজ টারে।
মৃতের কথা মৃত্যু জানে
কলঙ্ক আর অভিমানে ।
বাংলা মায়ের আঁচল ভরা
অসম্মান আর অপবাদে ।
কলঙ্ক আর অভিমানে ।
বাংলা মায়ের আঁচল ভরা
অসম্মান আর অপবাদে ।
ভোরের আলো কোথায় কালো
হাটছো কেন জঞ্জালে ।
কস্ট করে হাঁটতে শেখ
সহজ সরল জীবনে।
হাটছো কেন জঞ্জালে ।
কস্ট করে হাঁটতে শেখ
সহজ সরল জীবনে।
________****_____