*হিংসা*
নীরেশ দেবনাথ
ভগবান, ওগো অন্তর্যামী ভগবান!
বলো এ কি হিংসায় মেতেছে আজিকে তোমারই সন্তান!
কেন গো তোমার সন্তান আজ
পরেছে রণসজ্জার সাজ!
হিংসায় হয়েছে উন্মত্ত, ভুলে গেছে ভয়-লাজ,
তাদের হাতে দাও গো তুলি তোমার মঙ্গল কাজ।
পরস্পর হানাহানি করছে সবাই আপনা ভুলি
নিষেধ ক’রে তাদের লও গো তোমার কোলে তুলি।
হায় রে, বারণ করে দাওনা তুমি তাদের,
দয়া-মায়া নাই কি গো হায় তাদের?
তবে কেন এমন করে করছে তারা হানাহানি,
কিসের লাগি করছে তারা কানাকানি!
তাদের কাছে আজ বড় নয়কো মান
ভাবছে তারা সবার চেয়ে বড়ই বুঝি আপন প্রাণ।
চায় না তারা নিজের কিম্বা দেশের সম্মান,
চায় যে তারা বাঁচতে শুধু নিয়ে নিজেরই প্রাণ।
ভগবান, ওগো অন্তর্যামী ভগবান!
এ কি হয়েছে আজিকে তোমারই সন্তান?
রচনাকাল –
২৮ শে অগ্রহায়ণ, ১৩৭৪ সাল
চুঁচুড়া।