স্মৃতি
কলমে — অনন্যা চক্রবর্ত্তী
(বেলঘড়িয়া)
অনেক স্মৃতি ফিরে আসে,
শীতের হাত ধরে
বিষণ্ণ বিমর্ষ পড়ন্ত বেলার মত |
মনে পরে সেই দিন —
জিজ্ঞেস করেছিলে আমায়,”ভালোবাসো?”
থরথর করে কেঁপে উঠেছিলাম আমি,
যেমন ভাবে কেঁপে ওঠে বনের পাতা কনকনে উত্তুরে হাওয়ায়;
ক্ষনিক চুপ থেকে নিজের আবেগ লুকিয়ে বলে উঠি,”না”|
শুনে তুমি তাকিয়েছিলে অপলক দৃষ্টিতে,
অপ্রত্যাশিত উত্তর বোধহয় নাড়িয়ে দিয়েছিল তোমায়,
তাই আহত অহমে হয়ে উঠেছিলে সাপের মতই ক্রুদ্ধ —
হিসহিস করে বলেছিলে,”যোগ্য নও তুমি আমার”,
শুনে শুধু মুচকি হেসে ফিরে এসেছিলাম আমি |
জানতাম দম দেওয়া এক পুতুল চেয়েছিলে তুমি,
যাকে নিজের মত চালনা করতে পারবে বলে ভেবেছিলে আজীবন,
মনের মানুষ পাওয়ার ইচ্ছে কখনোই ছিল না তোমার,
কামনা করতে শুধুই অখন্ড আনুগত্য ;
তাই ভালোবাসি আমি তোমাকে তা কখনোই বুঝতে পারোনি —
বিচলিত করেনি তোমায় কখনো আমার চোখের জল ,
সম্পর্ক তোমার কাছে ছিল অহংকারের আত্মপ্রকাশ,
যা বিচার করেছিলে শুধু অর্থ আর রূপ দিয়েই —
কিন্তু হয়তো জানা ছিল না তোমার
যেখানে আত্মমর্যাদা বিকিয়ে ভালোবাসা পেতে হয়,
সেই সম্পর্ক আমার জন্য নয় |
***************************
কবি পরিচিতি :
জন্ম : ১৯৯২ সালের ৮ই সেপ্টেম্বর, কোলকাতা
পিতা : দুলাল চক্রবর্ত্তী
মাতা : রত্না চক্রবর্ত্তী
শিক্ষাগত যোগ্যতা : ইংরেজী সাহিত্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (২০১৫) | পরবর্তীকালে বি়.এড ডিগ্রী লাভ |
বিবরণ : ছোটোবেলা থেকেই গল্পের প্রতি ভালোবাসা এবং আবৃত্তি করার সূত্রে কালজয়ী লেখকদের লেখার সাথে পরিচিতি | ইংরেজী সাহিত্যের ছাত্রী হওয়ার কারণে বিশ্ববিখ্যাত লেখকদের লেখার প্রতি অনুরাগ তৈরী হয় |
এফ. স্কট. ফিটজেরাল্ড, জন ফাউলস, স্যামুয়েল বেকেট, টি . এস. এলিয়েট , আর্নেস্ট হেমিংওয়ের পাশাপাশি শিব্রাম চক্রবর্ত্তী, শক্তি চট্টোপাধ্যায় ও সুচিত্রা ভট্টাচার্যের লেখায় বুঁদ হয়ে নিজে লিখে এক নতুন পৃথিবী গড়ে তোলায় স্বপ্নে মশগুল এক নতুন লেখিকা |