Spread the love

কবিতা: স্বাধীনতা

কবি তপন মাইতি

যদি তোমার প্রাপ্য তুমি পেয়ে যাও 

যদি তোমার অধিকার তুমি পেয়ে যাও 

যদি তোমার সার্মথ্য তুমি ফলাতে পার 

যদি তোমার সব বাধা ভেঙে যায় 

যদি মনের কথা নির্দ্বিধায় বলতে পার 

যদি তোমার বিপদের সময় একটা বন্ধুত্বের হাত পেয়ে যাও 

যদি তোমার বিশ্বাস হয় ওরা এমন খারাপ কিছু পারে না 

যদি তোমার ভরসা জন্মায় মানবিকতার পরিচয় 

রাস্তায় পড়ে যাওয়া লোকটার হাত 

যদি তৎক্ষণাৎ কেউ ধরে তুলে দেয় 

যদি বস্ত্রহীন মানুষের গায়ে 

যদি কেউ বস্ত্রদান করে 

যদি কোন বেকার জীবনের কর্মসংকটে কর্মসংস্থান ঘটে 

তুমি ভাববে সবার জীবনে সার্বভৌম সহজিয়া 

স্বাধীনতা না এসে থাকতে পারে কোথায়?

নামঃ তপন মাইতি

ঠিকানাঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃদঃ২৪পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *