??স্বদেশ??
মোজাম্মেল হক্
(বকচরা)
*************
এক জাতিতে এক সাথীতে
মিলিমিশি পাশাপাশি,
এক ভাষাতে এক আশাতে
নেইক’ সেথা নাশানাশি।
আত্মীয় স্বজন যত পরিজন
পশু-পাখি আর বনানী,
সাগর নদী বিল আর ঝিলে
স্বদেশ নামে তারই জানি।
স্বদেশ আমার জন্মভূমি
তার সবকিছুই অতি খঁাটি,
স্বদেশ মানে কবিতা,গঁাথা
আর জল, বায়ু, মাটি।
এ স্বদেশ স্বাধীনচেতা
অনেক রক্ত অনেক সংগ্রামে,
ফুলে, ফলে, ফসলের গানে
স্বদেশ আমার এবং সুনামে।