শীতের আমেজ
সুসময় বিশ্বাস
———————————————-
হাড়-কাঁপানো শীতের আমেজ
লাগছে ভারী বেশ,
লেপের মধ্যে পড়লে শুয়ে
আরামের নেই শেষ।
হাড়-কাঁপানো শীতের আমেজ
লাগছে ভারী বেশ,
লেপের মধ্যে পড়লে শুয়ে
আরামের নেই শেষ।
হিমেল হাওয়া করলো ধাওয়া
রক্ত হলো হিম,
শরীরটাকে রাখতে গরম
চাই গো ভাজা ডিম।
রক্ত হলো হিম,
শরীরটাকে রাখতে গরম
চাই গো ভাজা ডিম।
শীতের পোশাক গায়ে দিয়ে
খোকাখুকির দল,
খেলার মাঠে ছোটাছুটি
বাজে পায়ে মল।
খোকাখুকির দল,
খেলার মাঠে ছোটাছুটি
বাজে পায়ে মল।
রোদে বসে আড্ডা জমায়
বুড়োবুড়ি সব,
ঠক্ ঠক্ ঠক্ কাঁপছে তবু
হাসির কলরব।
বুড়োবুড়ি সব,
ঠক্ ঠক্ ঠক্ কাঁপছে তবু
হাসির কলরব।
পথশিশুরা আগুন জ্বেলে
শেকছে নরম হাত,
কিনবে পোশাক কেমন করে
জোটে না যে ভাত।
শেকছে নরম হাত,
কিনবে পোশাক কেমন করে
জোটে না যে ভাত।
কুকুরছানা মায়ের কোলে
আরামে দেয় ঘুম,
ঘুমের মধ্যে মায়ের দুদু
দিচ্ছে ওরা চুম।
আরামে দেয় ঘুম,
ঘুমের মধ্যে মায়ের দুদু
দিচ্ছে ওরা চুম।
সরষে ফুলে ঢালছে সোনা
জুড়ে মাঠের কোল,
মুদু হাওয়া ফুলের মাথায়
দিচ্ছে খুশির দোল।
জুড়ে মাঠের কোল,
মুদু হাওয়া ফুলের মাথায়
দিচ্ছে খুশির দোল।
খেজুর গাছে হাঁড়ি বাঁধা
ভরতে মিষ্টি রস,
রসের স্বাদে প্রাণ জুড়াবে
হবে সবাই বশ।
নলেন গুড়ের গন্ধ শুঁকে
জিভে আসে জল,
ভোরের বেলা খেজুরের রস
পানে মেলে বল।
ভরতে মিষ্টি রস,
রসের স্বাদে প্রাণ জুড়াবে
হবে সবাই বশ।
নলেন গুড়ের গন্ধ শুঁকে
জিভে আসে জল,
ভোরের বেলা খেজুরের রস
পানে মেলে বল।
মায়ের হাতের রান্না পায়েস
প্রসাদের সমান,
নানান রকম সবজি শীতের
প্রকৃতিরই দান।
—-‐———————————————
—————————————————-
প্রসাদের সমান,
নানান রকম সবজি শীতের
প্রকৃতিরই দান।
—-‐———————————————
—————————————————-