Spread the love

               স্মশান
               ✍️সুশান চক্রবর্তী✍️
শুনেছি সেখানে মৃত মানুষের চামড়ার গন্ধ পাওয়া যায়..
          সেখানে ঘড়ির কাঁটা স্থির
স্থিতি নেই, গতি নেই
সৃষ্টি নেই, ধ্বংস নেই
ক্ষয় নেই, অবক্ষয় নেই
    নির্জীব প্রাণহীন দেহ মিলে মিশে যায় 
     অতীতের কিছু অপূর্ণতা-অপ্রাপ্তিতে |
শুনেছি সেখানে মৃত মানুষের রক্তের গন্ধ পাওয়া যায়..
সেখানে ভালোবাসার মাত্রা স্থির
সুর নেই, কবিতা নেই
প্রতিশ্রুতি নেই, আবদার নেই
বসন্তের প্রেম নেই, উষ্ণ চুম্বন নেই
    নিথর দেহটি মুখ গুঁজে পরে আছে চিতার উপর
    মাইল কিছু দূরে দীর্ঘনিঃশ্বাসী তার প্রেমিকার কবর |
শুনেছি সেখানে মৃত মানুষের বিষাক্ত শিরার গন্ধ পাওয়া যায়..
সেখানে স্বাধীনতার বাসনা স্থির
পাপ নেই, পূর্ণ নেই
নির্ভরতা নেই, বিশ্বাস নেই
পরাধীনতা নেই, দাসত্ব নেই
  নীল ক্লান্ত দেহটি এখনো হাতে অস্ত্র তোলে
লাশকাটা ঘরে শুয়ে রক্তমাখা মুখে বিপ্লবের স্লোগানে |
শুনেছি সেখানে মৃত মানুষের পোড়া হাড়ের গন্ধ পাওয়া যায়..
সেখানে সম্পর্কের টানা-পোড়েন স্থির 
স্বপ্ন নেই , আশা নেই
হাসি নেই , চেতনা নেই
নির্বাসন নেই , নিঃসঙ্গতা নেই
  বৃদ্ধ-জীর্ণ দেহটি এখনো অপেক্ষায় তার প্রিয়জনের
  সব অভিমান পুড়ে ছাই হবে নীল আগুনের আঁচে |
শুনেছি সেখানে মৃত মানুষের দগ্ধ হৃদয়ের গন্ধ পাওয়া যায়
সেখানে হৃদ-স্পন্ধন স্থির
কাম নেই , ক্রোধ নেই
আদি নেই, অন্ত নেই
অহং নেই , অশ্লেষা নেই
  প্রাণহীন দেহটি আজও খুঁজে বেড়ায় স্বর্গের স্বাদ
  পুনঃজন্ম ফিরিয়ে দেবে সব জীবনের ঘাদ-প্রতিঘাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *