স্বার্থান্বেষী
সুশান্ত মোহন চট্টোপাধ্যায়
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 পশুরাও সহবত জানে,সমাজ মানে
স্বার্থের সংঘাতে কখন কখনও বা
জড়িয়ে যায় রিপুর বশে,ভাবনায়
কিন্তু সে তো শুধু কাম!
যন্ত্রনায় দগ্ধ হতে হতে শ্রেষ্ঠত্বের শিরোপা
পথের ধূলায় লুটায় যখন
ভুলে যাই মানুষ কথার অর্থ
বিবেক বুদ্ধি জ্ঞান শূন্য জীবন।
গ্লোবেল ওয়ার্মিং এর মাঝেও শান্তি
এখনও বাতাস বয়,ফুল ফোটে,ভোর হয়,
পাখিদের কলকাকলিতে জেগে ওঠা
ধিকিধিকি করে এগিয়ে যাওয়া।
স্বার্থের সংঘাতে কখন কখনও বা
জড়িয়ে যায় রিপুর বশে,ভাবনায়
কিন্তু সে তো শুধু কাম!
যন্ত্রনায় দগ্ধ হতে হতে শ্রেষ্ঠত্বের শিরোপা
পথের ধূলায় লুটায় যখন
ভুলে যাই মানুষ কথার অর্থ
বিবেক বুদ্ধি জ্ঞান শূন্য জীবন।
গ্লোবেল ওয়ার্মিং এর মাঝেও শান্তি
এখনও বাতাস বয়,ফুল ফোটে,ভোর হয়,
পাখিদের কলকাকলিতে জেগে ওঠা
ধিকিধিকি করে এগিয়ে যাওয়া।