মায়ের আঁচল ডাকে
✍️সুশান্ত মিত্র✍️
কালো দীঘল সড়কের দুপাশে
আ-দিগন্ত কচি ধান চারা শ্যামলিমা
বিছিয়েছে দৃষ্টি নন্দিত স্নেহের সবুজ আঁচল
বাছা আয় বাছা আয় বলে
ঐ ডাকে যেন বাংলা মা,
আপন মাঝে উত্থিত কথারা ছোটায়
আসর হতে আসরে ঘরের বাহিরে
আঁখিমেলি বাতায়নে ছুটন্ত যানের
দুনয়ন বেয়ে চেতনা গহনে যায় জড়িয়ে
আকাশ ও মাঠের সাঁঝের ঐ অপরূপ মায়া
এক নিঃশব্দ সোহাগে
হৃদয় আবেশ মাখে
এখন এই বেলা শেষে
শুধু মনে পড়ে মাকে
আচম্বিতে দুচোখ চলকে ওঠে