তোমায় ছোঁবো বলে
✍️সুপ্রিয়া চক্রবর্ত্তী✍️
******************
হয়তো কোনো পথের বাঁকে, অথবা
নদীর ধারে মিলবে তোমার দেখা
হয়তো কোনো বকুল গাছের ছায়ে
মিলবো দুজন চোখের পরে চোখে
নদীর ধারে মিলবে তোমার দেখা
হয়তো কোনো বকুল গাছের ছায়ে
মিলবো দুজন চোখের পরে চোখে
হয়তো কোনো বসন্ত বিকেলে
দেখা হবে গোধূলি আলোর কোলে
হয়তো বাড়ির তুলসী তলার কোণে
দেখবো ও মুখ প্রদীপ আলো জ্বেলে
দেখা হবে গোধূলি আলোর কোলে
হয়তো বাড়ির তুলসী তলার কোণে
দেখবো ও মুখ প্রদীপ আলো জ্বেলে
হয়তো কোনো নিঝুম রাতে এলে
ছাদের কোণে জ্যোত্স্না মাখা আলো
চাঁদের আলোয় তোমার ও মুখখানি
রূপালী এক স্নিগ্ধ শশীর আলো
ছাদের কোণে জ্যোত্স্না মাখা আলো
চাঁদের আলোয় তোমার ও মুখখানি
রূপালী এক স্নিগ্ধ শশীর আলো
তোমার অপেক্ষাতেই থাকি বসে
দিনের পরে দিন যে গুনে চলি
এক এক সময় এক এক রূপে দেখি
ছুঁয়ে দেখলে হারিয়ে গেছো একি!
দিনের পরে দিন যে গুনে চলি
এক এক সময় এক এক রূপে দেখি
ছুঁয়ে দেখলে হারিয়ে গেছো একি!
তবুও আমি থাকবো অপেক্ষাতে
সত্যি তোমায় ছোঁবো কবে হাতে
সেই আশাতেই অপেক্ষাতে আছি
দেখবো কবে তোমায় ছুঁয়ে আছি।।
সত্যি তোমায় ছোঁবো কবে হাতে
সেই আশাতেই অপেক্ষাতে আছি
দেখবো কবে তোমায় ছুঁয়ে আছি।।
– – – – – ***——-