তৃষাকাতর পান্থ
#সায়নী সরকার#
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱
তৃষাকাতর পান্থ আমি,ক্লান্ত কণ্ঠে কথা ৷
তুমি আজ পল্লীপথের বাঁকের ধারের একরাশ ঝরাপাতা ৷
ভেবেছিনু দেব তোমায় সকল তৃৃষার জল ৷
অপূর্ণ যত ইচ্ছেরা আজ এ মনের সম্বল ৷
ফাটা ভিতে অশথ বটে মেলেছি ডালপালা ,
বাবলা ফুলের দলের মাঝে আমি একেলা ৷
তুমি আজ পল্লীপথের বাঁকের ধারের একরাশ ঝরাপাতা ৷
ভেবেছিনু দেব তোমায় সকল তৃৃষার জল ৷
অপূর্ণ যত ইচ্ছেরা আজ এ মনের সম্বল ৷
ফাটা ভিতে অশথ বটে মেলেছি ডালপালা ,
বাবলা ফুলের দলের মাঝে আমি একেলা ৷
**************
মেমারী
জেলা-পূর্ব বর্ধমান
মেমারী
জেলা-পূর্ব বর্ধমান