সাহিত্য পত্রিকা
কবিতা সামন্ত।
“কল্পনার বন্ধুত্ব”
ওই দূরে সবুজের পাহাড়ে,
মন ছুটে যায় বারে বারে।
উতলা এ মন আমার,
চাই হাত দিয়ে পাহাড়ি আকাশটা কে ছোঁয়ার।
মনে হয় কতো না অহংকারী ওই পাহাড়!
আকাশের সাথে বন্ধুত্ব যে আছে তার।
দুজনা মিলে মনের কতো কথা কয়,
যুগ যুগান্তর ধরে বন্ধু ওরা ছিলো বোধ হয়!
তাই বুঝি পাহাড় এতো তপ্ত গরমের মাঝে,
নিজের সৌন্দর্য বাড়াতে ব্যস্ত নিজ কাজে।
আমারও তো ইচ্ছে করে ওদের সাথে বন্ধুত্ব করতে,
ইচ্ছে করে আকাশ আর পাহাড়ের বন্ধুত্ব নিয়ে অহংকারী হতে।
সবুজের মাঝে নিজের মতো করে,
থাকবো তিন বন্ধু মিলে সুখের নীড়ে।