কাব্যের রঙ
সাজিদ
🌱 🌱 🌱 🌱
লিখবো কবিতা সকাল সাঁঝে
ফুল ফোটাবো দিলের বাগে
তার সুবাসে নাচিবে মন
গাইবে পাখি মনের মতন।
ফুল ফোটাবো দিলের বাগে
তার সুবাসে নাচিবে মন
গাইবে পাখি মনের মতন।
রঙিন খাতায় কাব্যের ঘ্রানে
মোহিত হয়ে উঠবে মন
পায়রার মত কোমল দেহে
কেড়ে নেবে সবার নয়ন।
মোহিত হয়ে উঠবে মন
পায়রার মত কোমল দেহে
কেড়ে নেবে সবার নয়ন।
বন্ধু হবে আলোর জ্যোতি,
চাঁদ সূর্য তারা,
উঁকি দেয়া কুকিলের কুহে
হবো মাতোয়ারা।
চাঁদ সূর্য তারা,
উঁকি দেয়া কুকিলের কুহে
হবো মাতোয়ারা।
দ্বীনের লাগি লিখবো সদা
কাব্য আমার যত।
রবের পরিচয় মিলবে যেথা,
লাল গোলাপের মত।
কাব্য আমার যত।
রবের পরিচয় মিলবে যেথা,
লাল গোলাপের মত।