মানবিক যুগ: এক নতুন অধ্যায়
*************
✍️সাকিব জামাল✍️
———–
জানা আছে, কালের শ্রেণীবিন্যাস: আদিম যুগ। মধ্যযুগ। আধুনিক যুগ।
আধুনিককে সর্বশেষ যুগ বলে অনেকে যতিচিহ্ন দাড়ী দিয়েছেন!
কিন্তু আমি হঠাৎ বড় রকমের একটি স্বপ্ন দেখেছি- এখানেই শেষ নয়!
এরপরের যুগটি হবে: মানবিক যুগ।
সে সময়ে সবার মানবাধিকার নিশ্চিত হবে।
আমাকে এই তথ্য দিয়েছে-
শান্তির পায়রার দল। জলপাই গাছ।
আমাকে নিশ্চয়তা দিয়েছে- প্রশান্ত মহাসাগর।
আমি বিশ্বাস করি-
পায়রার চেয়েও সফেদ মানুষের লুকায়িত মন।
জলপাই গাছের চেয়ে চির সবুজ মানুষের তৃতীয় নয়ন।
প্রশান্ত মহাসাগরের চেয়ে শান্ত এবং প্রশস্থ মানুষের আগাম চিন্তার পরিধি।
———–
জানা আছে, কালের শ্রেণীবিন্যাস: আদিম যুগ। মধ্যযুগ। আধুনিক যুগ।
আধুনিককে সর্বশেষ যুগ বলে অনেকে যতিচিহ্ন দাড়ী দিয়েছেন!
কিন্তু আমি হঠাৎ বড় রকমের একটি স্বপ্ন দেখেছি- এখানেই শেষ নয়!
এরপরের যুগটি হবে: মানবিক যুগ।
সে সময়ে সবার মানবাধিকার নিশ্চিত হবে।
আমাকে এই তথ্য দিয়েছে-
শান্তির পায়রার দল। জলপাই গাছ।
আমাকে নিশ্চয়তা দিয়েছে- প্রশান্ত মহাসাগর।
আমি বিশ্বাস করি-
পায়রার চেয়েও সফেদ মানুষের লুকায়িত মন।
জলপাই গাছের চেয়ে চির সবুজ মানুষের তৃতীয় নয়ন।
প্রশান্ত মহাসাগরের চেয়ে শান্ত এবং প্রশস্থ মানুষের আগাম চিন্তার পরিধি।
সুতরাং, আসছে আগামীতে যতো তাড়াতাড়ি পারো- ভালোবাসতে শেখো,
তোমরা পরবর্তী যুগ এর নাম- ‘মানবিক যুগ’ রেখো!
————–
তোমরা পরবর্তী যুগ এর নাম- ‘মানবিক যুগ’ রেখো!
————–