গণশক্তি
গণশক্তি তোমার শক্তি
গণশক্তি আমার
গণশক্তি বোতামগুলো
তোমার আমার জামার
গণশক্তি মুষ্টিবদ্ধ
গণশক্তি মাঠে
গণশক্তি কাস্তে হাতে
মাঠ ভরা ধান কাটে
গণশক্তি বন্ধন মুক্তি
সমুদ্র কলতান
বিশ্বশক্তি গণশক্তি
উত্তাল অভিযান
গণশক্তি গরম ভাত ভাই
রাখে সকল মান
লাল টুকটুকে সূর্য সকাল
মিষ্টি বাউল গান
গণশক্তি সত্যমেব
গণশক্তির জয়
গণশক্তি হৃদয় ভাষা
মানে না পরাজয়।
****গণশক্তি= জনগণের সম্মিলিত শক্তি ।
গণশক্তি আমার
গণশক্তি বোতামগুলো
তোমার আমার জামার
গণশক্তি মুষ্টিবদ্ধ
গণশক্তি মাঠে
গণশক্তি কাস্তে হাতে
মাঠ ভরা ধান কাটে
গণশক্তি বন্ধন মুক্তি
সমুদ্র কলতান
বিশ্বশক্তি গণশক্তি
উত্তাল অভিযান
গণশক্তি গরম ভাত ভাই
রাখে সকল মান
লাল টুকটুকে সূর্য সকাল
মিষ্টি বাউল গান
গণশক্তি সত্যমেব
গণশক্তির জয়
গণশক্তি হৃদয় ভাষা
মানে না পরাজয়।
****গণশক্তি= জনগণের সম্মিলিত শক্তি ।