সমীক্ষা
সজল বসু রায়
$$$$$$$$$$$$$$$$$$
নিঃসঙ্গ এক সমীক্ষা , পরীক্ষা
আগুন নিয়ে খেলছে শতাধিক মুখ
জীবনযাত্রায় অসামঞ্জস্য
সর্বত্র ধর্ম হীনতা
সর্বোচ্চ ক্ষমতার অধীশ্বর যারা
তারা কেউ বোঝেনি
কেন এলো কাল রাত্রির ঢেউ
এখন মানবজাতি বেপরোয়া
আধুনিকতার ছত্রছায়ায়
অসাম্যের বেনী বুনছে
অস্থিরতার ঘেরাটোপে গোটা সাম্রাজ্য
গোপনে জন্মনিচ্ছে
শত শত হিংসের পদবী
উল্লাস তবু হয়
দিধাগ্রস্থ আজ গোটা পৃথিবী
প্রন্তকিতায় রং ঢালে আজকের যুব সমাজ
লালসা আর যুদ্ধ আধুনিকতার কথা বলে
নিঃসঙ্গতা আর বাক্য হীনতা
খোঁজে আর একটা সমরাস্ত্র বিহীন বিপ্লবের প্রভাত
শান্তির স্নিগ্ধ ছায়া আর অরুনিমার স্বপ্ন দেশ ।।