ইচ্ছা
✍️শ্যামল অধিকারী✍️
দুর্ভেদ্য অতিক্রমের দগ্ধতা,
দুর্বৃত্ত জ্বালা জ্ঞানের মশাল জালায়।
পথ মধ্যে ছোট্ট শিশুর এলোমেলো স্বপ্ন,
মৃদু হাঁসির আড়ালে বিষাদের সুর।
একমুঠো খাওয়ারের জন্য প্রবল বাসনা।
এ যেন খেয়ালীপনায় এক মুঠো চাঁদ ধরার ইচ্ছা।
ঝুমুর ঝুমুর নুপুর সুরে,
ছোট্ট মেয়েটি স্বপ্ন বোনে।
আধপোড়া রুটি আর ফ্যানের জন্য।
কিন্তু সবই দুঃস্বপ্ন মাত্র !
পায় না আহার নেই যে বিহার,
রুক্ষ ত্বকের শুষ্ক মেয়েটি।
ফেলে দেয় সব আস্তাকুড়ে,
খুঁজে নিয়ে খায়-পরিপাটি।
বাবুভায়ার মদ মাংসে প্লাবন আনে দেহে,
দিগন্ত শেষে ধানক্ষেতে বসে একলা মেয়ে কাঁদে।
সত্য সেলুকাস সত্য তোমার সমাজ।
একমুঠো সুখ নিতে হৃদয়ে কান্নার উড়ান।
সব নস্যাৎ !
মুখে গীতাপাঠ।
এ কেমন সমাজ?
এ কেমন প্রেম?
এ তো সীমাহীন অনন্ত মৃত্যু স্বাদ।
মেয়েটি আস্তাকুড়ে শুষ্ক ঠোঁটে গোলাপী স্বপ্ন আঁকে।।
দুর্ভেদ্য অতিক্রমের দগ্ধতা,
দুর্বৃত্ত জ্বালা জ্ঞানের মশাল জালায়।
পথ মধ্যে ছোট্ট শিশুর এলোমেলো স্বপ্ন,
মৃদু হাঁসির আড়ালে বিষাদের সুর।
একমুঠো খাওয়ারের জন্য প্রবল বাসনা।
এ যেন খেয়ালীপনায় এক মুঠো চাঁদ ধরার ইচ্ছা।
ঝুমুর ঝুমুর নুপুর সুরে,
ছোট্ট মেয়েটি স্বপ্ন বোনে।
আধপোড়া রুটি আর ফ্যানের জন্য।
কিন্তু সবই দুঃস্বপ্ন মাত্র !
পায় না আহার নেই যে বিহার,
রুক্ষ ত্বকের শুষ্ক মেয়েটি।
ফেলে দেয় সব আস্তাকুড়ে,
খুঁজে নিয়ে খায়-পরিপাটি।
বাবুভায়ার মদ মাংসে প্লাবন আনে দেহে,
দিগন্ত শেষে ধানক্ষেতে বসে একলা মেয়ে কাঁদে।
সত্য সেলুকাস সত্য তোমার সমাজ।
একমুঠো সুখ নিতে হৃদয়ে কান্নার উড়ান।
সব নস্যাৎ !
মুখে গীতাপাঠ।
এ কেমন সমাজ?
এ কেমন প্রেম?
এ তো সীমাহীন অনন্ত মৃত্যু স্বাদ।
মেয়েটি আস্তাকুড়ে শুষ্ক ঠোঁটে গোলাপী স্বপ্ন আঁকে।।
——-***—–