বলতে যদি
~~~~~~~~~~
ঠিকানাটা বলতে যদি
অনেক কিছু ঘটত তবে,
পাশাপাশি দুজন হাঁটছি কত
এখনো তুমি চুপই রবে।
নীরবতাই সম্মতির লক্ষণ
আমি সেটা ভাবতে পারি,
মুখফুটে তো বললেনা কিছু
ঠিকানাটা জানতে পারি।
পছন্দটা শুধু এক তরফা
তাও মনে হচ্ছে নাতো,
আমার সঙ্গে চলেছো হেঁটেই
তবু তুমি থামছো নাতো।
তবে চল হাঁটতে থাকি
যতক্ষণ এই নীরবতা,
সারা জীবন হাঁটতে পারি
সঙ্গে থাকলে তোমার হাঁটা।
################
ঠিকানাটা বলতে যদি
অনেক কিছু ঘটত তবে,
পাশাপাশি দুজন হাঁটছি কত
এখনো তুমি চুপই রবে।
নীরবতাই সম্মতির লক্ষণ
আমি সেটা ভাবতে পারি,
মুখফুটে তো বললেনা কিছু
ঠিকানাটা জানতে পারি।
পছন্দটা শুধু এক তরফা
তাও মনে হচ্ছে নাতো,
আমার সঙ্গে চলেছো হেঁটেই
তবু তুমি থামছো নাতো।
তবে চল হাঁটতে থাকি
যতক্ষণ এই নীরবতা,
সারা জীবন হাঁটতে পারি
সঙ্গে থাকলে তোমার হাঁটা।
################
রীতা ব্যানার্জী
মধ্যমগ্রাম,উত্তর 24 পরগণা
কোলকাতা
মধ্যমগ্রাম,উত্তর 24 পরগণা
কোলকাতা