Spread the love

একদিন প্রভাতে 
         ✍️মোঃ ইজাজ আহামেদ✍️
একদিন প্রভাতে ট্রেন ধরার জন্য পৌছালাম স্টেশনে
মুগ্ধ হয়ে অবাক দৃষ্টিতে চেয়ে
বললাম আমি, ”প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য!”
পূবদিকে উদিত সূর্য, সূর্যের সোনালী স্নিগ্ধ আলো,
রেল লাইনে পড়ে থাকা শিশির ফোটা,পাখির কূজন,
দূর থেকে মৃদুমন্দ বাতাসে ভেসে আসা ট্রেনের হুইসল ।
কিছুক্ষণ পরেই ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে,
ট্রেনে চাপলাম, বসলাম জানালার ধারে;
গার্ডের হুইসলে  শুরু করলো ট্রেন চলতে;
জানালা দিয়ে দেখলাম অপলক দৃষ্টিতে
মাঠ, ঘাট, পথ, গাছ সবই চলতে শুরু করলো সমান বেগে;
দেখলাম আদিগন্ত সবুজ ক্ষেত, ক্ষেতের উপর সূর্যের নির্মল সোনালী আভা,
সমীরনের আলতো ছোঁয়া,
শান্ত দীঘির জল,দিগন্ত রেখা,
নীলাভ আকাশ,আকাশে শুভ্র মেঘের খেয়া ভেসে চলা।
ট্রেনে করে যেতে যেতে
জানালা দিয়ে তাদের পানে উঁকি মেরে
হয়েছিলাম আমি মোহিত -মুগ্ধ ।
চির দিনের জন্য হৃদয়ে বয়ে নিয়ে চললাম সেই দিনের দৃশ্য।
হৃদয়ে অনুভব করেছিলাম এক অনাবিল প্রশান্তি।
তারা আজও আমার মনকে দেয় হাতছানি,
তারা আমার মনের মণিকোঠায় জাগরিত হয় দিবানিশি।
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
কবি পরিচিতি
মোঃ ইজাজ আহামেদ(জন্ম-২৬/০২/১৯৯০), পিতা-মোঃ সামসুদ্দিন বিশ্বাস, মাতা-মতিয়ারা বিবি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মহেন্দ্রপুর নামক প্রত্যন্ত গ্রামে এই তরুণ কবির জন্ম। শিক্ষাগত যোগ্যতা ইংরেজি অনার্স, ডাবল এম এ ইংরেজি, বি এড, ডি এল এড। এপর্যন্ত বেশ কিছু বাংলা-ইংরেজি কবিতা, প্রবন্ধ নানা পত্রিকা ও জার্নালে প্রকাশিত হয়েছে । ‘বাস্তবের আয়নায়’ নামক যৌথ কাব্য সংকলনে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে।একটি আন্তর্জাতিক জার্নালে Discovery and the Golden peak of Improvement  এবং একটি আন্তর্জাতিক মানের বইয়ে Exploring New Trends and Innovations in English Language and Literature নামক দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর ছয়টি ইংরেজি কবিতা একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *