মোহাম্মদ ইসমাইল হোসেন
(বাংলাদেশ) ,
—————//—/——–
—————//—/——–
ঝুমঝুমিয়ে বৃষ্টি নামে, আকাশ কাঁদে বলে,
মেঘের সাথে অভিমানে, দুঃখের বারি ঢালে।
মেঘের সাথে অভিমানে, দুঃখের বারি ঢালে।
সারা জাহান দেখে নিত্য আকাশ মেঘের মিল,
কিন্তু তাদের দুঃখ অনেক, ভাঙ্গে শুধুই দিল।
কিন্তু তাদের দুঃখ অনেক, ভাঙ্গে শুধুই দিল।
নীচ থেকে সব দেখায় সমান, মেঘ আকাশের বুকে,
কিন্তু তাদের দুরত্বটা, দেখেনা মানব চোখে।
কিন্তু তাদের দুরত্বটা, দেখেনা মানব চোখে।
আকাশ মেঘকে যত্নে রাখে, বুকের মাঝে ঠিক,
মেঘ আকাশের বুকের মাঝে, ছুটে দিক্বিদিক।
মেঘ আকাশের বুকের মাঝে, ছুটে দিক্বিদিক।
আকাশ সেতো বিশাল অনেক, দায়ে জীবন ভরা,
তারই মাঝে আশ্রিত যে, চাঁদ-সুরুজ আর তারা।
তারই মাঝে আশ্রিত যে, চাঁদ-সুরুজ আর তারা।
আকাশ তাদের বুকেই রাখে, কেবল সময় হলে,
কিন্তু মেঘকে যত্নে রাখে, আপন বুকের তলে।
কিন্তু মেঘকে যত্নে রাখে, আপন বুকের তলে।
মেঘ ভাবে যে আকাশ কেন তাদের বুকে দেখায়?
আকাশ জুড়ে সবটা যে মেঘ, থাকবে শুধু একাই।
আকাশ জুড়ে সবটা যে মেঘ, থাকবে শুধু একাই।
চাঁদ সুরুজ আর তারা সবাই, থাকবে না আকাশে
মেঘ থাকবে একাই শুধু, কারণ সে ভালোবাসে।
মেঘ থাকবে একাই শুধু, কারণ সে ভালোবাসে।
কিন্তু আকাশ করবেটা কি, সবই যে তার আপন,
মেঘখানা তার হৃদয় টুকরা, চাঁদ তারা তার ভুবন।
মেঘখানা তার হৃদয় টুকরা, চাঁদ তারা তার ভুবন।
এমন দ্বন্দ্বে সময়টা যায়, দুই জনই যে নিঃস্ব,
কিন্তু তাদের সফল ভবে, সারা জাহান বিশ্ব।
কিন্তু তাদের সফল ভবে, সারা জাহান বিশ্ব।