মেঘনা
মুস্তারী বেগম
আকাশে এখনো ঢেউ
দাঁড় হাতে দাঁড়িয়ে কেউ
খিরকির উপরে জল
অশ্রুজল অবিকল
ঘ্যানঘ্যানে কিশোরীর মুখ
মেঘেরর অভিসারে চুপ
চৈতন্য ডাক দেয় জলে
এসেছে শীত বুড়িমার কোলে
সাদাথানে মেঘ অবিকল
শিশুথাবা বসে অবিচল
বেড়ালের মতো সব সুখ
ভরিয়ে দেয়নাতার বুক
দুটি চোখ মেঘ নেমে আসে
শীতের ছুরির মতোই বসে
চল্ ছুঁড়ি কে বুঝি বা গায়
নাও চলে মাঝি ভাই বায়
নাও ছাড়াইয়া দে মাঝি ,,,,,
হেলা করিস না
চারিদিকে রক্তথাবা বেলা করিস না”’::
মেঘ জড়িয়ে বসে থাকে অষ্টাদশী মেঘ|
নূপুর হয়ে দুলতে থাকে আলুথালু বেগ|
নাও ছাড়িয়া দেরে মাঝি হেলা করিস না
চারিদিকে সূর্য থাবা বেলা করিস না
মেঘ গলে যায় জল হয়ে যায়
ছোখ নৌকা ভুলে র
ও ছুঁড়ি তুই পালিয়ে যারে
বিপদ মাথায় ঘোর
পাল তুলিয়া দে রে মাঝি হেলা করিস না
বালির চরৈ মেয়ের দেহ
হেলা করিস না
মেঘ নেমেছে নাভিটা ভোর ভুলে র হতে নাই বাকি
চারিদিকে দাঁড়কাকে রাজ
দাঁড় তুলে দে শাকি