Spread the love

মন কেমনের কবিতা
সোনালী মুখোপাধ্যায়

ভালোবাসি, এই কথাটা বলতে এতো সময় লাগে!
অক্ষরে যে জোয়ার আসে ঢেউগুলো তার কোথায় জাগে!

অপেক্ষারা দীর্ঘতর, রাতের আঁধার, দিনের গলি,
মনকে আরও মলিন করে, চেনা গানের দু এক কলি;

মুক্তি মেলে চিঠির খামে, তাও কি আসে ইচ্ছেমতো!
প্রেম যখনই গহন ঘনায়, বিরহ তার মজ্জাগত ;

ছোট্ট লেখায় আকাশ বাঁধা, যদি লেখো একটিবারও,
‘কেমন আছো?’, মৃদু হলেও, হৃদয় ছুঁয়ে বলতে পারো l

উত্তরে কি লিখব তখন? ভালো থাকা সহজ তো নয়,
দিন কাটে রোজ অপেক্ষাতে, রাত্রিগুলো বিরহময় ;

তাও লিখেছি, যন্ত্রণাকে আড়াল করে, কয়েক পাতা,
মন কেমনের সঙ্গে দিলাম কয়েক কলম নীরবতা l

জানি তুমি বুঝতে পারো, শব্দ জুড়ে কি লিখতে চাই,
সহজ কথা লেখা কঠিন, তাই অযথা রূপক সাজাই l

উত্তরে তে কি লিখেছো! ঝাপসা সবই অশ্রুদাগে,
‘ভালোবাসি’ এই কথাটা বলতে এতো সময় লাগে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *