কবিতা: ভালো নেই
কবি: দুলাল প্রামানিক
মানুষ যখন মানুষ হয়ে ওঠে নি ,
আর পাঁচটা বুনো পশুর মতো
চারপায়ে হাঁটত,দৌড়াত, লাফিয়ে
গাছের এক ডাল থেকে অন্য ডালে
অবাধে ঘুরত, ফিরত, দিব্যি কাটত দিন
বূকের পাঁজরে রক্তক্ষরণ হোত না
না হতে হোত ব্যথায় কঁকিয়ে হাপিত্যেশ
দুপায়ে হাঁটার খেসারত শিকল পড়া
শিকল পড়ে হতাশ হওয়ার দিন
সভ্য হতে গিয়ে শিকলে বাঁধা জীবন
জীবনের উলঙ্গ দিকটা আজ বাস্তব
কবিতাময় জীবন খেয়ে না খেয়ে কাটত
গাছের ডালে কিংবা পর্বত- কন্দরে
তবু ছিল ভালো, কান্না ছিল না মেকি
হাসির এত ব্যকরণ ঘেঁটে মানুষ হওয়া
কান্নার পরতে পরতে দুই পা জড়ায়
মাথার উপরে সূর্য হাসে খিলখিল হাসি
মনুর উত্তরসূরী তোমরা মানুষ হলে
শেষ পর্যন্ত দুপেয়ে জীবের জীবন সম্বল
কত বাধা পড়ে থাকবে চিরকাল ।
——————: :———————-
দুলাল প্রামানিক
থানা সাগরদীঘি
জেলা মুর্শিদাবাদ