☀️ভাটির টানে☀️
✍️বীরেন আচার্য্য ✍️
—————
পার ভাঙে নদীর , মন ভাঙে নারীর ,
ঢেউগুলো ভালোবেসে পড়ে না আছড়ে
হিয়ার সরসী তটে আগের মতন ;
মাঝির ভাটিয়ালিতে নেই সেই সুর –
“এ মন কাঁচা বসন্তে
আইলো উড়ে সুখ পাখিটা শোনাতে মোরে গান । “
অসভ্যতার কালো পাঁকে মজে নদী
অবিশ্বাসে অবিশ্বাসে ফিকে হয় ভালবাসা ,
আসে না জোয়ার আগের মতন ;
মাঝির ভাটিয়ালিতে আজ কান্নার সুর –
” কার তরে তুই আছিস্ বসে মন
ভালোবাসার প্রহর শেষে আঁধার ঘনায়
শূন্য তীরে বসে কান্দে অবুঝ পরাণ । “
অভিনয়ের চোরাবালিতে রেখেছিলি পা
আজ ভাটির টানে ভাসে স্মৃতি
জোয়ার এসে ভাসায় নাকো মন ;
জীবন নদী অজস্রবাঁকে ভাঙে শুধু পাড় ,
ভাঙে মন , ভাঙে স্বপ্ন , নীলাকাশে ভাসে সুর –
” ওরে ভাঙে নদীর কূল
ভাঙরে এবার ভুল –
যৌবন মনমন্দিরে তোর রাখ্ না প্রেমের ফুল ….
শুচিতার যৌবনেই আসে করুণানিধান । “
————–×————-
পার ভাঙে নদীর , মন ভাঙে নারীর ,
ঢেউগুলো ভালোবেসে পড়ে না আছড়ে
হিয়ার সরসী তটে আগের মতন ;
মাঝির ভাটিয়ালিতে নেই সেই সুর –
“এ মন কাঁচা বসন্তে
আইলো উড়ে সুখ পাখিটা শোনাতে মোরে গান । “
অসভ্যতার কালো পাঁকে মজে নদী
অবিশ্বাসে অবিশ্বাসে ফিকে হয় ভালবাসা ,
আসে না জোয়ার আগের মতন ;
মাঝির ভাটিয়ালিতে আজ কান্নার সুর –
” কার তরে তুই আছিস্ বসে মন
ভালোবাসার প্রহর শেষে আঁধার ঘনায়
শূন্য তীরে বসে কান্দে অবুঝ পরাণ । “
অভিনয়ের চোরাবালিতে রেখেছিলি পা
আজ ভাটির টানে ভাসে স্মৃতি
জোয়ার এসে ভাসায় নাকো মন ;
জীবন নদী অজস্রবাঁকে ভাঙে শুধু পাড় ,
ভাঙে মন , ভাঙে স্বপ্ন , নীলাকাশে ভাসে সুর –
” ওরে ভাঙে নদীর কূল
ভাঙরে এবার ভুল –
যৌবন মনমন্দিরে তোর রাখ্ না প্রেমের ফুল ….
শুচিতার যৌবনেই আসে করুণানিধান । “
————–×————-