কৃতজ্ঞতা স্বীকার
বিশ্বজিৎ প্রামাণিক
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 জীবনের সবচেয়ে বড় আবেগপূর্ণ ভালবাসা তুমি
আমার জীবনের সবচেয়ে অভিমানী বন্ধু তুমি
জীবনের টানাপোড়েনে তোমার কোলে মাথা রেখেছি
আদর করে গল্প করে সব ভুলিয়ে দিতে তোমায় দেখেছি।
রাতে যখন ঘুম আসেনি, তোমার কোল দিয়েছে আমার সাথ
রাতে ঘুমাইনি নিজে ঘুমাতেও দিইনি তোমাকে বহুরাত।
জীবনে অনেকবার দেখেছি সামনে হেসেছ চোখ মুছেছো আড়ালে
কত কষ্টে আছো আড়ালে বুঝতে পারিনি কোন কালে।
বহুরাত গেছে বহুদিন গেছে খাবার জোটেনি তোমার
কখনও সেই খবর গুলো সেভাবে খেয়াল হয়নি আমার।
তুমি অপরূপা, তোমার ভালবাসা নিস্বার্থ আর নিখুঁত
আজ বুঝি, তুমি আর তোমার ভালবাসা বড়ই অদ্ভুত
বুঝিনা কিভাবে আজও এত ভালবেসে চলেছ
হাজার শরীর খারাপ মন খারাপেও, বোকা আমি ভালোই আছি বলেছ।
পাওনি ভালবাসা, পাওনি যত্ন, তুমি এক অভাগী, পোড়া কপাল তোমার
দেখ কত ভাগ্যবান আমি, সব সময় ভালবাসা পেয়েছি তোমার ।
কত কষ্ট দিই কখনও মনে রাখোনি
হাজার কষ্ট পেয়েও দুরে সরে থাকোনি।
জানিনা কি দিয়ে তৈরি তুমি কিভাবে এত ভালবাসতে পারো।
খুব জানতে ইচ্ছে করে আমারও।
এত খেয়াল রাখা এত ভালো মন বোঝা কিভাবে পারো?
জানতে ইচ্ছে করে এসব, সত্যি কি করে পারো!
হয়তো কোন দিন বোঝাতে পারব না, তোমায় কতটা ভালবাসি
যদি হাজার জন্ম পাই তোমার কোলে যেন আসি।
১০০ বছর বয়সেও তোমার কোলে মাথা রাখতে চাই
হাজার বার জন্ম নিলে তোমাকে যেন মা হিসেবে পাই।
আমাকে পৃথিবীর আলো দেখানো, নিস্বার্থ ভালবাসার জন্য চির কৃতজ্ঞ তোমার কাছে
আমি খুব ভাগ্যবান যে তোমার মতো মা আছে আমার কাছে।
খুব খুব খুব খুবই ভালবাসি মা তোমাকে।
আমার জীবনের সবচেয়ে অভিমানী বন্ধু তুমি
জীবনের টানাপোড়েনে তোমার কোলে মাথা রেখেছি
আদর করে গল্প করে সব ভুলিয়ে দিতে তোমায় দেখেছি।
রাতে যখন ঘুম আসেনি, তোমার কোল দিয়েছে আমার সাথ
রাতে ঘুমাইনি নিজে ঘুমাতেও দিইনি তোমাকে বহুরাত।
জীবনে অনেকবার দেখেছি সামনে হেসেছ চোখ মুছেছো আড়ালে
কত কষ্টে আছো আড়ালে বুঝতে পারিনি কোন কালে।
বহুরাত গেছে বহুদিন গেছে খাবার জোটেনি তোমার
কখনও সেই খবর গুলো সেভাবে খেয়াল হয়নি আমার।
তুমি অপরূপা, তোমার ভালবাসা নিস্বার্থ আর নিখুঁত
আজ বুঝি, তুমি আর তোমার ভালবাসা বড়ই অদ্ভুত
বুঝিনা কিভাবে আজও এত ভালবেসে চলেছ
হাজার শরীর খারাপ মন খারাপেও, বোকা আমি ভালোই আছি বলেছ।
পাওনি ভালবাসা, পাওনি যত্ন, তুমি এক অভাগী, পোড়া কপাল তোমার
দেখ কত ভাগ্যবান আমি, সব সময় ভালবাসা পেয়েছি তোমার ।
কত কষ্ট দিই কখনও মনে রাখোনি
হাজার কষ্ট পেয়েও দুরে সরে থাকোনি।
জানিনা কি দিয়ে তৈরি তুমি কিভাবে এত ভালবাসতে পারো।
খুব জানতে ইচ্ছে করে আমারও।
এত খেয়াল রাখা এত ভালো মন বোঝা কিভাবে পারো?
জানতে ইচ্ছে করে এসব, সত্যি কি করে পারো!
হয়তো কোন দিন বোঝাতে পারব না, তোমায় কতটা ভালবাসি
যদি হাজার জন্ম পাই তোমার কোলে যেন আসি।
১০০ বছর বয়সেও তোমার কোলে মাথা রাখতে চাই
হাজার বার জন্ম নিলে তোমাকে যেন মা হিসেবে পাই।
আমাকে পৃথিবীর আলো দেখানো, নিস্বার্থ ভালবাসার জন্য চির কৃতজ্ঞ তোমার কাছে
আমি খুব ভাগ্যবান যে তোমার মতো মা আছে আমার কাছে।
খুব খুব খুব খুবই ভালবাসি মা তোমাকে।