বিক্ষত উঠান পর্ব
আব্দুল বাসার খান
নিন্দার সব যুক্তিই পোশাক খুলে আসে
আমি তাদের দিকে তাকাতে পারি না
তারা দুপুরের বাজনা বাজাতে বাজাতে
সকালের মুখাগ্নিও করে
সন্ধ্যার মুখে তরল উৎসব ঢেলে
রাত্রির নিম্নাঙ্গে দহন ফোটায় ।
জ্যান্ত চিতার অস্মিতা বাতুল
সবদিক ধোঁয়াময়,
নিজের ভেতর নিজেকে জ্বালিয়ে রাখার বেদনা
জোনাকের দেহে ছেড়ে দিই
রাত্রি পুড়তে পুড়তে চেনা দেশ পার হয়ে
অন্য এক অরণ্যের ছায়ার ভেতর সবুজের মৃত্যু দেখি
ফুলেল অক্ষরে মানুষের মুখ
সব আর্তনাদ পাঁপড়ির মতো ঝরে যায় ।
কৌশল বদ্ লে আরও একবার পচনকে উস্কে দেয়
দুর্গন্ধের কাত্ ও উপুড় দুটোই সমান ।
এই বিক্ষত উঠান পর্বে
এটুকুই আবশ্যিক পাঠ ।