Spread the love

কবিতা বাংলা মানে বাঙালির মনে
কলমে ডঃ রমলা মুখার্জী

বাংলা মানে সবুজ রঙা মখমলেরই কোল,
নীলের নিচে মায়ের কাছে শেখা মধুর বোল।

বাংলা মানে পদ্ম শালুক কৃষ্ণচূড়া কাশ-
রঙে রঙে তুলির টানে প্রকৃতির ক্যানভাস।

বাংলা মানে রবীন্দ্রনাথ বঙ্কিম নজরুল-
বাংলা মায়ের কোলে দোলে লক্ষ হীরের ফুল।

বাংলা মানে বিভূতিভূষণ শরৎ জীবনানন্দ-
সুনীল শক্তি মৈত্রেয়ীর কথা-কবিতার ছন্দ।

বাংলা মানে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম-
অরবিন্দ জগদীশ সুভাষ প্রফুল্ল রায়ের নাম।

বাংলা মানে সুচিত্রা উত্তম অপর্ণা সৌমিত্র –
সত্যজিৎ মৃণাল সৃজিত লোপা সুচিত্রা মিত্র।

বাংলা মানে রসগোল্লা লুচি আলুর দম-
পঙ্কজ সন্ধ্যা হেমন্ত মান্না রূপম অনুপম।

বাংলা মানে দই-পটল, উচ্ছে-বেগুন সুক্তো
কলাইয়ের ডাল পোস্ত-বড়ার আম-বাঙালি ভক্ত।

প্রতি জন্মে নব প্রজন্মে বাংলা উঠুক জেগে-
মাতৃদুগ্ধ মাতৃভাষার স্হান যে সবার আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *