নটে গাছটি মুড়ালো
একদিন আমি আকাশ ছোঁবো,তোর আকাশে চোখ রেখে…
পৃথিবীর পথে পথ হারাবো, তোর পথের ধূলো মেখে…
চড়বো পাহাড়, দেবো সাগর পাড়ি…
রাগলে তুই,করবো আড়ি…
ইচ্ছেগুলো পূরণ করে তবেই যাবো দুনিয়া ছাড়ি…
ভাঙবো বাধা,মাখবো কাদা,থামবো না তো মাঝপথে …
স্বপ্নপূরণ যেদিন হবে, রাখবো এ হাত তোর হাতে…
হয়ত তখন চিনবি না তুই, থাকবি বোধহয় চিনের দেশে..
প্যারিস থেকে খুঁজে খুঁজে, আনবি কাছে তোর প্রেয়সীকে…
আমি তখন তোর খোঁজেতে, মিসিসিপি আর ইরাক ছেড়ে…
মিশর এসে থাকবো বসে,হয়ত নীল নদের তীরে…
সেই খোঁজেতেই থামবে সময়, শুরু জীবনের অস্ত চলাচল…
মুড়িয়ে যাওয়া নটের নীচে,স্মৃতির কোলাহল…।।
পৃথিবীর পথে পথ হারাবো, তোর পথের ধূলো মেখে…
চড়বো পাহাড়, দেবো সাগর পাড়ি…
রাগলে তুই,করবো আড়ি…
ইচ্ছেগুলো পূরণ করে তবেই যাবো দুনিয়া ছাড়ি…
ভাঙবো বাধা,মাখবো কাদা,থামবো না তো মাঝপথে …
স্বপ্নপূরণ যেদিন হবে, রাখবো এ হাত তোর হাতে…
হয়ত তখন চিনবি না তুই, থাকবি বোধহয় চিনের দেশে..
প্যারিস থেকে খুঁজে খুঁজে, আনবি কাছে তোর প্রেয়সীকে…
আমি তখন তোর খোঁজেতে, মিসিসিপি আর ইরাক ছেড়ে…
মিশর এসে থাকবো বসে,হয়ত নীল নদের তীরে…
সেই খোঁজেতেই থামবে সময়, শুরু জীবনের অস্ত চলাচল…
মুড়িয়ে যাওয়া নটের নীচে,স্মৃতির কোলাহল…।।