প্রেম তুমি আজও কাঁদো
************
প্রেম তুমি আজও কেনো কাঁদো?
নীরবতার আড়ালে ঢেকে রাখো মুখ
তোমার নিরবতা মেপে সুখ পায় দিগন্ত।
প্রেম তুমি নিরবে দাঁড়িয়ে ছিলে লাল দীঘির পাড়ে, দীর্ঘ প্রতীক্ষার অবকাশ গগনচুম্বী
কেউ হাত খানি শক্ত করে ধরবে বলেছিল, তাই তো।
আসলে তুমি জানতে ও আসবে না তোমাকে ছুঁয়ে দেখতে একবার
সাহস করে জাত ধর্মের গণ্ডি তুমি পার করেছিলেন, কারণ তুমি করেছিলে প্রেম।
মুখ ঢেকে তাই আজও তুমি কাঁদো।
প্রেম তুমি আজও কেনো কাঁদো?
নীরবতার আড়ালে ঢেকে রাখো মুখ
তোমার নিরবতা মেপে সুখ পায় দিগন্ত।
প্রেম তুমি নিরবে দাঁড়িয়ে ছিলে লাল দীঘির পাড়ে, দীর্ঘ প্রতীক্ষার অবকাশ গগনচুম্বী
কেউ হাত খানি শক্ত করে ধরবে বলেছিল, তাই তো।
আসলে তুমি জানতে ও আসবে না তোমাকে ছুঁয়ে দেখতে একবার
সাহস করে জাত ধর্মের গণ্ডি তুমি পার করেছিলেন, কারণ তুমি করেছিলে প্রেম।
মুখ ঢেকে তাই আজও তুমি কাঁদো।