আলোর পথে চল
।।ফরহাদ হোসেন।।
✍️✍️✍️✍️✍️✍️
আলোর পথে চলরে শিশু
আলোর পথে চল,
মনের মাঝে সাহস রেখে
পথ এগিয়ে ধর।
আলোর পথে চল,
মনের মাঝে সাহস রেখে
পথ এগিয়ে ধর।
তোমরা শিশু ভুবন জুরে
মুক্ত স্বাধীন দেশে,
দেশ এগিয়ে রাঙিয়ে তুল
আলোর পথে পথে।
মুক্ত স্বাধীন দেশে,
দেশ এগিয়ে রাঙিয়ে তুল
আলোর পথে পথে।
সকাল সাঁঝে সূর্যের আলো
ভুবন রাঙে প্রাণে,
বিদ্রোহী আর মানব প্রেমে
খুব’যে ভালো লাগে।
ভুবন রাঙে প্রাণে,
বিদ্রোহী আর মানব প্রেমে
খুব’যে ভালো লাগে।
দেশের পথে হালতে ধর
জ্ঞানী গুনীর কর্মে,
দেশ রহীতা এগিয়ে যাবে
মানব গুনে গুনে।
জ্ঞানী গুনীর কর্মে,
দেশ রহীতা এগিয়ে যাবে
মানব গুনে গুনে।
সবার মাঝে আলোর দিশা
থাকবে ঘরে ঘরে,
মানব জীবন বেঁচে যাবে
আলোর পথে চলে।
থাকবে ঘরে ঘরে,
মানব জীবন বেঁচে যাবে
আলোর পথে চলে।
*******************
ফুলবাড়িয়া, ময়মনসিংহ
ফুলবাড়িয়া, ময়মনসিংহ