Spread the love

                     কালের হাওয়া
            ✍️পার্থদীপ সমাজদার✍️
অদৃশ্য এক চক্রবাকে ঘুরছে দেখ সৃষ্টি ধারা,
সূর্য শশী নক্ষত্র তারা ঘুরছে দেখ অসীম পারা;
ঘুরছে ধরণী পাগল পারা বাঁধন হারা!
কিসের লাগি ঘুরছে তারা, কোন সে অভিলাষে?
কোন রশিতে রাখছে বেঁধে এ সকল সৃষ্টি কারা?
অদৃশ্য  এক বাঁধনে বাঁধেছে যেন তারে!
কিসের বাঁধন, কিসের ছাদন,
যদি মন চায় হতে মুক্ত বিহঙ্গ?
সাথী, সে যে মায়ার বাঁধন৷
যতই  ছাড়াতে যাই
ততই  জড়িয়ে  যাই,
তারই ছলনার জালে!
মায়ার খেলাটাই বুঝি তাই,
গোপন অভিলাষ, ভালোবাসার আশ,
কিছুতেই মিটেও মেটে না সে পূর্ণ অভিলাষ
চারিদিকে মায়ার খেলা- সখা,
ঘিরেছে ধরণী জল আলো বায়ু আশা;
তারে হেরিতে নারি এ পোড়া আঁখি পথে,
তবু, দেখ বিছায়েছে সুন্দর বিশ্ব কানন পাশা!
কালের নিয়মে যেন সব আসা যাওয়া,
এই তো এলে খেলা ঘরে, খেলা ছলে-
খেলা ভেঙে যাবেই কি চলে এই বেলা?
যেতে  তো হবেই, নিয়তির বিধান তাই৷
মিছে কেন তবে বেঁধেছো আপনারে
মিছে খেলা ঘরের খেলা ছলে?
যতই কর বাহানা, কিছুই রবে না
মিথ্যার সব বেসাতি পাঠ ছলে৷
বাঁধা পরেছি সেও তো অন্যের কারণে,
নিজেরে বিকায়ে এ সংসার সাগরে;
মোহ মুক্ত নহি আমি, পঞ্চভূতে গড়া,
পঞ্চ তাপে, পঞ্চ রসে জারিত করে শিরে;
কেমনে বোঝাই ছাই, এ বন্ধন কাটাবার নয়?
শূন্য হাতে কেনা বেচা, শূন্য হাতে ভবে আসা;
শূন্যেই মিলায় জীবন, সময় সাগরে;
তবু পরের কারণে বাঁধ আপনারে-
জীবন হাটের ব্যাপারী সেজে,বাজারে;
এ নহে তো জীবনের লেনা দেনা৷
কালের  নিয়মে
আশায় বাঁধে চাষার ঘর, বাঁধে কি সে আশা?
সব আশা ছেড়ে জীবন যায় বয়ে
শূন্য হতে মহা শূন্যের যত তামাশা
খেলছেন এ বিশ্ব লয়ে বিশ্ব বিধাতা
জীবন জোয়ারে ভালোবাসা উথলে-
সে তো বাঁধনেরই অদৃশ্য যাতনা;
বিষয়ের বিষে আমি হলেম পরবাসী শেষে,
আমি যে তারি উদাসী, তারই উপাসী ভেবে!
উদাসীর পথে উদাস বাউল গান ধরেছে বেহাগে,
উদাস জীবন তবু খোঁজে, উদাসী সে পথে,
কালের হাওয়ায় জীবন তরায়, জীবনেরই পথে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *