কবিতা : পরশ পাথর
*কবি বাবুর আলী*
পরশ পাথর খুঁজে বেড়ায় ভূবন ঘুরে
স্নেহের পরশ লুকিয়ে রেখে ঘরের কোণে।
মনের রজত মনীষাকে পাইনা খুঁজে
মনভোলানো নকল সোনা কুড়াই যুঝে।
অনেক আকাশ পাড়ি দিয়ে আপন নীড়ে
দিনের শেষে ক্লান্ত পাখির শান্তি ফেরে।
রঙিন আলোর রঙিন ছটা লাগলে চোখে
আপন স্বজন পর করে দিই লোভের রোখে।
ভাঙে বাসর বাসি ফুলের যেমন দশা,
টুটলে মোহ বাস্তবটা উন্মুক্ত হয়ে সহসা।
অনায়াসে পাওনা যে জন পথ চেয়ে রয়
করুণ আঁখি অপেক্ষাতে সতত সদয় ।
চাবুক মেরে মনকে ঘোরাই ঘরের পানে
হারিয়ে যাওয়া খুশির অশ্রু দুই নয়নে।