শীতে
নুর ইসলাম
🌱 🌱 🌱 🌱 🌱
শীতের হাওয়া বয়ছে,
কমেছে এবার গরম।
মায়ের হাতে পিঠা পুলি খেতে-
লাগে ভীষণ নরম ।
কমেছে এবার গরম।
মায়ের হাতে পিঠা পুলি খেতে-
লাগে ভীষণ নরম ।
শীতে লুকিয়ে থাকি,
ঘরের মাঝে ।
শীতের সকালটা যেনো-
ভীন্ন রুপে সাজে।
ঘরের মাঝে ।
শীতের সকালটা যেনো-
ভীন্ন রুপে সাজে।
কুয়াশার বুকে ভেসে,
বেড়াই সকল পাখি।
ঘাসে পড়া শিশিরের জল-
খোলে দেখি আঁখি ।
বেড়াই সকল পাখি।
ঘাসে পড়া শিশিরের জল-
খোলে দেখি আঁখি ।
শীতের মাঝে পাতা,
খেজুর গাছে হাড়ি।
রস মজা করে খাবো-
নিয়ে আমাদের বাড়ি।
খেজুর গাছে হাড়ি।
রস মজা করে খাবো-
নিয়ে আমাদের বাড়ি।