আবার মানুষ হবো!
✍️নাইম ইসলাম বাঙালি✍️
স্বরবৃত্ত-৪+৪+৪+৪
==============
আবার আমরা মানুষ হবো!
সৃষ্টির শ্রেষ্ঠ তাতো বটে,
মানুষের নাম মুখে যপে
দেখেছি কি একবার ঘোঁটে?
মানুষ নামের রূপে শুধু
সাজিয়াছি পৃথিবীতে,
মানব মাঝে খুঁজিয়াতো
মানবতা পাইনি তাতে।
সাজিয়াছি পৃথিবীতে,
মানব মাঝে খুঁজিয়াতো
মানবতা পাইনি তাতে।
মানুষ আমরা বিস্তর আছি
অপকর্মের শুধু পিছে,
মানুষ আমরা বিবেক হারা
আজ নেমেছি এতো নিচে।
অপকর্মের শুধু পিছে,
মানুষ আমরা বিবেক হারা
আজ নেমেছি এতো নিচে।
নিজের ভিতর মসজিদ কা’বা
অন্যের পূজা করো হেনো,
অন্ধের মতো হাত নাড়িয়ে
অসৎ পথে চলো কেনো?
অন্যের পূজা করো হেনো,
অন্ধের মতো হাত নাড়িয়ে
অসৎ পথে চলো কেনো?
কর্মের মাঝে অপকর্ম
দুর্ভাবনা হৃদয় ঘেরা,
আত্মাবিশ্বাস হারিয়েছি
ঘুরে যে ঘোর বসুন্ধরা।
দুর্ভাবনা হৃদয় ঘেরা,
আত্মাবিশ্বাস হারিয়েছি
ঘুরে যে ঘোর বসুন্ধরা।