প্রবৃত্তি
নদেরচাঁদ হাজরা
🌱 🌱 🌱 🌱 🌱
🌱 🌱 🌱 🌱 🌱
মনকে যদি প্রশ্ন করি
সেই সবসময় চুপ করে থাকে
অনেক সাধ্য সাধনা করলে বলে :
চারপাশ দেখে ঘেন্না ধরে গেছে।
চেনা মানুষগুলোর মুখোশের আড়ালে
কদাকার রূপের পাশব প্রবৃত্তি –
শুধুই ল্যাং মারামারি
মুখ দিয়ে মিষ্টতার মোড়কে
বিষ ওগরানো আর পুড়িয়ে ছারখার করা
ছাড়া কিছুই যেন নেই।
বন্ধুত্বের মেকি আস্তরণে
নিজেকে মুড়িয়ে রেখে দরদী সাজা
আজ যেন স্বাভাবিক ব্যাপার ।
তারপর একদিন কেউটে বিষের ছোবল দিয়ে
সর্বাঙ্গ করে দেয় নীল
তখন নিজের অস্তিত্ব যেন বিলুপ্ত হয়ে যেতে চায়
মিশে যেতে চায় মাটির অতলে
যেখানে অনন্ত শান্তি বিরাজমান
যেখানে থাকেনা মুখ আর মুখোশের পার্থক্য ।
ধূসরতার মধ্যেও শুধুই আশ্চর্য সহাবস্থান ।
সেই সবসময় চুপ করে থাকে
অনেক সাধ্য সাধনা করলে বলে :
চারপাশ দেখে ঘেন্না ধরে গেছে।
চেনা মানুষগুলোর মুখোশের আড়ালে
কদাকার রূপের পাশব প্রবৃত্তি –
শুধুই ল্যাং মারামারি
মুখ দিয়ে মিষ্টতার মোড়কে
বিষ ওগরানো আর পুড়িয়ে ছারখার করা
ছাড়া কিছুই যেন নেই।
বন্ধুত্বের মেকি আস্তরণে
নিজেকে মুড়িয়ে রেখে দরদী সাজা
আজ যেন স্বাভাবিক ব্যাপার ।
তারপর একদিন কেউটে বিষের ছোবল দিয়ে
সর্বাঙ্গ করে দেয় নীল
তখন নিজের অস্তিত্ব যেন বিলুপ্ত হয়ে যেতে চায়
মিশে যেতে চায় মাটির অতলে
যেখানে অনন্ত শান্তি বিরাজমান
যেখানে থাকেনা মুখ আর মুখোশের পার্থক্য ।
ধূসরতার মধ্যেও শুধুই আশ্চর্য সহাবস্থান ।