Spread the love

থাকেন বাবা‌‌ হৃদ মাঝারেই
শ্রী বিশ্বনাথ সাহা

বাবা তুমি বসেছিলে
ঘরের নাচদুয়ারে
ছেলে তোমার আসবে বলে
মাছের ঝুড়ি এলে
পছন্দের মাছ কিনবে বলে।

বেছে বেছে সেরা মাছটি
আমার জন্য নিলে
মায়ের কাছে এনে দিলে
রান্না করবে বলে
খাবে বলে তোমার ছেলে।

সাত সকালে হেঁটে হেঁটে
যেতে জেলের বাড়ি
বলতে তাকে মাছ দিও ভাই
আজকে তাড়াতাড়ি
আনতে মাছ তোমারই চেষ্টায়।

চলতে‌ পথে আমায় নিয়ে
হাতটি আমার ধরে
নিয়ে যেতে মেলাখেলায়
কত আদর করে
সোহাগ ভরে শিশু বেলায়।

বাবার মতো নেই কোথাও কেউ
ছেলের কাছে সেরা
হাসি খুশি কত মনে
ঘরে বাবা এলেই
থাকেন বাবা‌‌ হৃদ মাঝারেই।

©️ বর্ধমান/ ১৬ চৈত্র ২০২৯
3 1March 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *