Spread the love
অনন্ত জিজ্ঞাসা”
###########
                   তপন কুমার তপু
                  ***************
তখন ও ভাঙেনি আমার ঘুম, অন্তরের রক্ত কনিকায় মিশ্রিত জীবন,
অথবা বসন্ত আসেনি বলে আমি ও ঘুমিয়ে ছিলাম অনন্ত জিজ্ঞাসায়,,
আত্মজ ভূবনে-আধিয়ার ছায়া লোকে- প্রসূত ভূবনে অভিপ্রায়।
এ আমার বসুন্ধরা এ আমার কুড়িয়ে পাওয়া জন্মভূবন।।
#।                       #                     #
অনন্ত স্বপ্ন সুখে ভেঙে গেল ঘুম, জেগে দেখি প্রেমময় আলো,
উজ্জ্বল নক্ষত্র চেয়ে আছে আমার ঘুম ভাঙা প্রথম সকালে,,
শৈবলীনি খরস্রোতা প্রেম-ত্রিদশালয়-আহা কি মধুর শতদলে।
অচেতন সুন্দরে শ্যামল কমল দলে বেসেছে যে ভালো।।
#।                         #                  #
আমি উন্মুখ জীবন সংগ্রামে-বিচলিত হই হেসে উঠি দীপ্ত নয়নে,
ক্রমঃকাল বয়ঃসন্ধি আসতে না আসতেই পরাভূত হই একা একা,,
প্রসবীণির প্রেম ভূক্ত মনে-জিজ্ঞাসিত  সুখে,ধরনীতে বেঁচে থাকা।
আবার হারিয়ে যাই-শুণ্যতার সাথে
আসা যাওয়া কেন এ ভূবনে।।
#######################

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *