জালাল আহমেদ
তীব্র শীতে মানুুষ কাঁপে,কাঁপে পশু পাখি
সকাল সকাল ভাঙে নিদ্রা পরে খুলে আঁখি।
তীব্র শীতে বাতাস বহে কাঁপে থরথর সবে,
বাড়ি ঘরে আগুন জ্বেলে বসে থাকে ভবে।
গরিব দুখি রাস্তায় ঘাটে আছে বহু দুখে,
গরম কাপড় দিলে মোরা রবে তারা সুখে।
ধনীর আছে শীতের পোষাক আছে মোজা পায়ে,
তাদের দেহে ঠাণ্ডা লাগলে কম্বল জড়ায় গায়ে।
শীতের জন্যে গরিব দুখি একটু গরম খুঁজে,
লজ্জা শরম লাগে তাদের থাকে মুখ বুজে।
যতো কষ্ট পায় গো ওরা তীব্র শীতের ফলে,
গরিব দুখি নিরীহ যতো চলে নিজের বলে।
মধ্যবিত্ত মানুুষ গুলো শীতে থাকে মাঠে,
পেটের দায়ে কাজের ভেতর সূর্য নামে পাটে।
মধ্যবিত্ত মানুষ যারা বেশি পোহায় কষ্ট
সারা বছর যুদ্ধ তাদের অভাব হয় না নষ্ট।
গরিবদের কে দিবো আমরা শীতের কাপড় তুলে
তাদের কষ্টের অংশ নিলে যাবে দুঃখ ভুলে।
দুখি জনে দান করিলে স্বর্গ মিলে যাবে,
মনের মাঝে সুখের ছোঁয়া তুমি অনেক পাবে।