মরুভূমি ও পাখি
✍️ছাব্বির আহমেদ✍️
“” “” “” “” “” “” “” “” “” “” “” “”
ধরণীর প্রান্তর মিশে সবুজ আকাশে।
মরভূমির হামার্দা তৈরি হয় ভগ্নস্তূপে, পাখি দেহের আভরনে।
গলে গলে মরীচিকা বিলীন হয়, মরুভূমি পার হয় সহস্র পরিযায়ী।
মরভূমির হামার্দা তৈরি হয় ভগ্নস্তূপে, পাখি দেহের আভরনে।
গলে গলে মরীচিকা বিলীন হয়, মরুভূমি পার হয় সহস্র পরিযায়ী।
ডানা নেই তবুও পথ চেয়ে মরু আগমনের।
নিতান্তই তাদের আনাগোনা কালের নিয়মে, হয়তো বা পরিস্থিতির কারণে।
মরুভূমি পার করতেই হবে যার নেই কোনো অবকাশ, সে মরুভুমি যত দীর্ঘই হোক।
নিতান্তই তাদের আনাগোনা কালের নিয়মে, হয়তো বা পরিস্থিতির কারণে।
মরুভূমি পার করতেই হবে যার নেই কোনো অবকাশ, সে মরুভুমি যত দীর্ঘই হোক।